ঢাকা, বুধবার, ২৪ বৈশাখ ১৪৩২, ০৭ মে ২০২৫, ০৯ জিলকদ ১৪৪৬

নির্বাচন

ভোট দিয়ে আবারও জয়ের আশা করছেন সাক্কু

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:১৩, জুন ১৫, ২০২২
ভোট দিয়ে আবারও জয়ের আশা করছেন সাক্কু

কুমিল্লা: কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) নির্বাচনে ভোট দিলেন দুইবারের সাবেক মেয়র মনিরুল হক সাক্কু। ভোট প্রদান শেষে ফের জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেনে টেবিল ঘড়ি প্রতীকের এ স্বতন্ত্র প্রার্থী।

বুধবার (১৫ জুন) সকাল ৯টা ২০ মিনিটের দিকে নগরীর ১২নং ওয়ার্ডের হোচ্ছামিয়া বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করেন তিনি।

সাক্কু জানান, সঠিকভাবে ভোট কাস্টিং হলে ডাবল ভোট পাবেন তিনি।

এ সময় তিনি আরও বলেন, ইভিএমে ((ইলেকট্রনিক ভোটিং মেশিনে) ধীর গতি আছে। কোথাও কোথাও মেশিন ঠিকমতো কাজ করছে না।

নির্বাচনে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইভিএম ব্যবহার করে বিরতিহীনভাবে ভোট অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ৫ মেয়র প্রার্থীসহ ২৭টি সাধারণ ও ৯টি সংরক্ষিত নারী ওয়ার্ডে ১৪৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার ২ লাখ ২৯ হাজার ৯২০ জন।  

বাংলঅদেশ সময়: ১১১৩ ঘণ্টা, জুন ১৫, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।