ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

জাতীয় জাদুঘরে সোমবার দেখানো হবে ‘হাওয়া’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৫ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২৩
জাতীয় জাদুঘরে সোমবার দেখানো হবে ‘হাওয়া’

শনিবার (১৪ জানুয়ারি) বিকেল থেকে শুরু হয়েছে দেশের সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসব ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’। এতে দেখা যাবে ২০২২ সালের তুমুল আলোচিত সিনেমা ‘হাওয়া’।

এছাড়াও দেখা যাবে, মুক্তি প্রতীক্ষিত চলচ্চিত্র ‘ওরা ৭ জন’। উদ্বোধনী দিনে প্রদর্শিত হয়েছে ফাখরুল আরেফিন খানের ‘জেকে ১৯৭১’ ও পূর্ণদৈর্ঘ্য আশিক মুস্তাফার‌ ‘থার্টি ফাইভ’।  

জানা গেছে, জাতীয় জাদুঘরে ১৬ জানুয়ারি ‘হাওয়া’ এবং ২০ জানুয়ারি ‘ওরা ৭ জন’ দেখানো হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে।

২২ জানুয়ারি পর্যন্ত চলা এ উৎসবটির এবারের স্লোগান ‘নান্দনিক চলচ্চিত্র মননশীল দর্শক, আলোকিত সমাজ’। এবারের আয়োজনে ৭১টি দেশের ২৫২টি সিনেমা প্রদর্শিত হবে। এগুলো দেখা যাবে রাজধানীর পাঁচটি ভেন্যুতে।

উৎসবের পরিচালক আহমেদ মুজতবা জামান বলেন, এ উৎসবে ১০টি বিভাগে সিনেমাগুলো দেখানো হবে। বরাবরের মতো এবারও ভেন্যু হিসেবে থাকছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি, বাংলাদেশ জাতীয় জাদুঘরের মূল ও সুফিয়া কামাল মিলনায়তন, আলিয়ঁস ফ্রঁসেজ ও স্টার সিনেপ্লেক্স।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২৩
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।