ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

গোয়ায় গিয়ে সম্পর্কের অবনতি, অবশেষে অভিনেত্রীর প্রেমে বিচ্ছেদ!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২৩
গোয়ায় গিয়ে সম্পর্কের অবনতি, অবশেষে অভিনেত্রীর প্রেমে বিচ্ছেদ! মিশমি দাস

ভারতীয় বাংলা টেলিভিশন সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী মিশমি দাস। এবার ভেঙে গেলো তার প্রেম।

টিভি৯ বাংলার সঙ্গে আলাপকালে এ খবর নিজেই জানিয়েছেন মিশমি নিজেই।

বিশাল ভনের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন মিশমি। এ সম্পর্ক নিয়ে কখনো লুকোছাপা করেননি তিনি। কাজ থেকে বিরতি নিয়ে প্রিয় মানুষের সঙ্গে সময় কাটাতে গোয়ায় গিয়েছিলেন তিনি। সেখানেই সম্পর্কের অবনতি ঘটে। সর্বশেষ যা বিচ্ছেদে রূপ নেয়।  

তবে কী কারণে এই সম্পর্ক ভেঙে গেছে তা জানাননি মিশমি। তিনি বলেন, ‘অর্থ আর ভালোবাসার পেছনে ছুটে লাভ নেই। ’

কিছুটা ব্যাখ্যা করে মিশমি বলেন, এক সময় প্রেম ছিল, এখন আর নেই। আমি এখন সিঙ্গেল। আমাদের জীবনে অনেক সময়ই অনেক সম্পর্ক ওয়ার্ক আউট করে না, তেমনি এটাও করেনি। অনেক ক্ষেত্রে পরিস্থিতির এর জন্য দায়ী, আবার অনেক সময় অনেক ভালোবাসা থাকলেও কম্প্যাটিবিলিটি থাকে না। জাস্ট, এইটুকুই বলব।

একা থাকতে শিখে গিয়েছেন মিশমি। সম্পর্ক ভাঙার যন্ত্রণা আগের মতো আর তাড়া করে না। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এখন তিনি পরিণত।  

বিশালের সঙ্গে বিচ্ছেদের পর আবারো কাজে মনোযোগ দিয়েছেন তিনি। যুক্ত হয়েছেন নতুন ধারাবাহিকে। আপাতত ‘খেলনা বাড়ি’ ধারাবাহিকে দেখা যাচ্ছে মিশমিকে।

বাংলাদেশ সময়: ১৫০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২৩
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।