ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

মেসিকে পেছনে ফেলে শীর্ষে শাহরুখ খান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৬ ঘণ্টা, এপ্রিল ৭, ২০২৩
মেসিকে পেছনে ফেলে শীর্ষে শাহরুখ খান লিওনেল মেসি-শাহরুখ খান

যুক্তরাষ্ট্রভিত্তিক সাময়িকী ‘টাইম’ পরিচালিত পাঠক জরিপের ফলাফলে মেসিকে হারিয়ে প্রভাবশালী ব্যক্তির তালিকায় শীর্ষ স্থান দখল করলেন শাহরুখ খান। ‘টাইম’ আয়োজন করেছিল ২০২৩ সালের ‘টাইম হানড্রেড পোল’-এর।

এই আয়োজনে ১ দশমিক ২ মিলিয়ন পাঠক অংশগ্রহণ করেন। পাঠকের ভোটের ৪ শতাংশ ভোট পেয়ে শীর্ষ স্থান দখল করেন ৫৭ বছর বয়সী এই অভিনেতা।

দ্বিতীয় স্থানটি ইসলামী শাসন থেকে বৃহত্তর স্বাধীনতার জন্য প্রতিবাদকারী ইরানী নারীদের কাছে গেছে, তারা ৩ শতাংশ ভোট পেয়েছে। তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছেন স্বাস্থ্যকর্মীরা, যারা ২০২০ সাল থেকে করোনা মহামারির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন।

তৃতীয় এবং চতুর্থ স্থানে গিয়েছিলেন প্রিন্স হ্যারি এবং মেঘান, সাসেক্সের ডিউক এবং ডাচেস, যাদের প্রত্যেকে প্রায় ১.৯ শতাংশ ভোট পেয়েছেন। চতুর্থ স্থানে রয়েছে প্রিন্স হ্যারি ও মেগান মার্কেলের নাম। তারা ১ দশমিক ৯ শতাংশ ভোট পেয়েছেন। তালিকায় পাঁচ নম্বরে জায়গা হয়েছে লিওনেল মেসির। তিনি পেয়েছেন ১ দশমিক ৮ শতাংশ ভোট।

তালিকায় রয়েছেন মেটা-র সিইও মার্ক জাকারবার্গ, ক্রীড়া তারকা সেরেনা উইলিয়ামস, ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দি সিলভা, অস্কারজয়ী অভিনেত্রী মিশেল ইয়োহ’র মতো ব্যক্তিরা।

বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০২৩
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।