ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

নতুন গান নিয়ে আসছেন সুমি শবনম

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৮ ঘণ্টা, এপ্রিল ৯, ২০২৩
নতুন গান নিয়ে আসছেন সুমি শবনম সুমি শবনম

বাংলা ভাষাভাষী মানুষের কাছে তুমুল জনপ্রিয়তা পায় সুমি শবনমের ‘ভাল্লাগে’ গানটি। সেই গানের চলতি বছরের জানুয়ারিতে ‘আইলসা লাগে’ শিরোনামের নতুন গান নিয়ে হাজির হন তিনি।

সেই ধারাবাহিকতায় ঈদ উপলক্ষে নিয়ে আসছেন নতুন গান-ভিডিও। শিরোনাম ‘ঈদ মোবারক ঈদ’। গানটির কথা, সুর ও সঙ্গীতায়োজন করেছেন রোহান রাজ।  

সম্প্রতি গানটির মিউজিক ভিডিও নির্মিত হয়েছে। গানের ভিডিওতে শিল্পী নিজেরই উপস্থিতি রয়েছে। মাইকেল বাবু ও রতনের কোরিওগ্রাফিতে মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন রাজু দেওয়ান।  

নতুন গান প্রসঙ্গে সুমি শবনম বলেন, ঈদ আনন্দে আমার নতুন গানটি বাড়তি মাত্রা যোগ করবে বলে আশা করছি। পূর্বের গানের মতো এই গানটি সবার পছন্দ হবে।

জানা গেছে, আসন্ন ঈদে এ এন এন্টারটেইনার মিউজিক চ্যানেলে গানটি উন্মুক্ত করা হবে।

বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০২৩
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।