ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

নতুন বাংলাদেশকে নিয়ে গান বাঁধলেন কবীর সুমন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৮ ঘণ্টা, আগস্ট ৬, ২০২৪
নতুন বাংলাদেশকে নিয়ে গান বাঁধলেন কবীর সুমন

বাংলাদেশের ছাত্র আন্দোলনের শুরু থেকেই কথা বলেছেন ভারতের পশ্চিমবঙ্গের সংগীতশিল্পী কবীর সুমন। এবার বাঁধলেন গান।

সোমবার (৫ আগস্ট) শেখ হাসিনার পদত্যাগের পর বাংলাদেশের মানুষ স্বাধীনতার আনন্দে ভাসতেই ফেসবুকে এ বিষয়টি জানান তিনি।

কবীর সুমন লেখেন, ‘সুপ্রভাত নব বাংলাদেশ, ইনকিলাব জিন্দাবাদ’। আর গাইলেন, ‘মুক্তির এই আলো, বাংলাদেশ জ্বালালো, এ-লড়াই মুক্তির গান’।

প্রসঙ্গত, বাংলাদেশের চলমান আন্দোলন নিয়ে কথা বলেছেন ওপারের অনেক তারকা। প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার ইস্তফা থেকে শুরু করে ছাত্রদের নানা কর্মকাণ্ড নিয়ে তারা কথা বলেছেন। এবার এতে যোগ হলো নতুন মাত্রা। গান তৈরি করলেন কবীর সুমন।

বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, আগস্ট ০৬, ২০২৪
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।