যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোর সান্তা ফে’র নিজ বাড়িতে পাওয়া গেছে অস্কারজয়ী অভিনেতা জিন হ্যাকম্যান এবং তার স্ত্রী জনপ্রিয় পিয়ানোবাদক বেৎসি আরাকাওয়ার নিথর দেহ।
হলিউড মাধ্যমের খবর, হ্যাকম্যান-বেৎসির সঙ্গে তাদের প্রিয় পোষ্যর মৃতদেহও পাওয়া যায় সেই বাড়ি থেকে।
সান্তা ফে’র পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিক পর্যবেক্ষণে মনে হয়নি যে, জিন হ্যাকম্যান এবং বেৎসি আরাকাওয়ার মৃত্যু অস্বাভাবিক কিংবা জনপ্রিয় হলিউডের তারকাদম্পতির মৃত্যুর নেপথ্যে অন্য কারও হাত রয়েছে। যদিও মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট এলেই সেটা বোঝা যাবে। তবে পুলিশ তদন্ত চালিয়ে যাবে।
১৯৭৮ সালে ‘সুপারম্যান’ সিনেমায় ভিলেন লেক্স লুথারের ভূমিকায় অভিনয় করে ডিসি কমিকস ফ্যানদের নজর কেড়েছিলেন হ্যাকম্যান। ৯৫ বছর বয়সী এই অভিনেতা ‘দ্য ফ্রেঞ্চ কানেকশন’ (১৯৭১) এবং ‘আনফরগিভেন’ (১৯৯২) এই দুটি সিনেমার জন্য অস্কার পেয়েছিলেন।
প্রায় দুই দশক ধরে হ্যাকম্যান জনসমক্ষে না এলেও তার অভিনয় দর্শকদের মনে গেঁথে রয়েছে আজও। তাই তো হ্যাকম্যানের অস্বাভাবিক মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই শোকের ছায়া নেমে এসেছে তার অনুরাগীদের মাঝে।
২০০৪ সালেই অভিনয় থেকে অবসর নেন ‘বনি অ্যান্ড ক্লাইড’ খ্যাত অভিনেতা। অন্যদিকে মৃত্যুকালে পিয়ানোবাদক স্ত্রী আরাকাওয়ার বয়স হয়েছিল ৬৩। ১৯৯১ সালে তারা বৈবাহিক বন্ধনে আবদ্ধ হন। তার প্রায় একদশক বাদেই অভিনয় জগতকে বিদায় জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২৫
এনএটি