ঢাকা: রাজধানীর বসুন্ধরা টগি ক্লাব মাঠে চলছে ‘রিদম অব ইয়ুথ’ কনসার্ট। যেখানে গান গেয়ে দর্শনার্থীদের মাতালেন জনপ্রিয় ব্যান্ডদল ‘মেঘদল’।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল পাঁচটা ছুঁইছুঁই এমন সময়ে মঞ্চে উঠে দলটি। শুরুতেই ‘এসো আমার শহরে’ গানটি দিয়ে পরিবেশনা শুরু করে ব্যান্ডদল মেঘদল। এরপর ‘না বলা ফুলসহ কয়েকটি গান গেয়ে শোনায় দলটি।
সবশেষে ‘মেঘদল’ তাদের পরিবেশনায় গেয়ে শোনায় তুমুল জনপ্রিয় গান ‘এ হাওয়া’। ‘মেঘদল’র গায়ক ও গীতিকার শিবু কুমার শীলের কণ্ঠে গানটি পরিবেশন শুরু হলেই সুরের হাওয়ায় ভেসে যায় শ্রোতারা। কণ্ঠ মেলায় তার সঙ্গে, যেন সুরের লহমায় নিজেদের উজার করে দেন সুরপিয়াসীরা। এ সময় কনসার্টস্থলে ভিন্ন আবহ তৈরি হয়।
এর আগে বিকেল চারটার কিছুক্ষণ পর জুলাই-অভ্যুত্থানের চেতনা ও তারুণ্যের অজেয় শক্তি ধারণ করে শুরু হয়েছে কনসার্ট ‘রিদম অব ইয়ুথ’। বসুন্ধরা টগি ক্লাব মাঠে চলছে কনসার্টটি। শুরুতেই ২৪- এর রাজপথের তারুণ্যকে স্মরণ করেন উপস্থাপিকা মাহমুদা মাহা।
আর কনসার্টের শুরুতেই মঞ্চে গান পরিবেশন শুরু করে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে গড়ে ওঠা ব্যান্ড থ্রিএডি।
‘রিদম অব ইয়ুথ’ শিরোনামের উন্মুক্ত কনসার্ট শুরুর আগে দুপুর ২টার আগ থেকেই দর্শকদের উপস্থিত লক্ষ্য করা যায়। দুপুর ২টার পর গেট খোলার খুললে দর্শকরা কনসার্টস্থলে প্রবেশ করেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দর্শক সমাগম বাড়ছে।
‘রিদম অব ইয়ুথ’ শিরোনামের গান শোনাবেন দেশের অন্যতম রকস্টার ‘নগর বাউল’ খ্যাত জেমস। তিনিই কনসার্টের মূল আকর্ষণ। জেমস ছাড়াও কনসার্টে অংশ নেবে আর্টসেল, শিরোনামহীন, এভয়েড রাফা ও অ্যাঞ্জেল নুর অ্যান্ড ব্যান্ড।
কনসার্টটি আয়োজনের প্রধান উদ্দেশ্য তরুণ সমাজকে সংগীত ও খেলাধুলার প্রতি আগ্রহী করা। এজন্যই এমন ওপেন কনসার্টের আয়োজন করা হয়েছে।
আয়োজকরা মনে করছেন, এটি একটি স্মরণীয় কনসার্ট হয়ে থাকবে। ‘রিদম অব ইয়ুথ’ উন্মুক্ত কনসার্টটি চলবে মাঝরাত পর্যন্ত।
বাংলাদেশ সময়: ১৭৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২৫
এনএটি/এএটি