পাগলামীর একটি সীমা থাকে। কিন্তু গুলজার অদ্ভুত পাগল ছেলে।
এরপর মাতাল অবস্থায় রাস্তায় বের হয়ে গাড়ির লিফট চায়। যে গাড়ির লিফট নেয় আবার সেটি মাতাল অবস্থায় কিনে নেয়। কিন্তু তারপরই এক্সিডেন্ট করে গুলজার।
এই গুলজার হয়ে আসছেন জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর। ‘ছেলেটা পাগল পাগল’ শিরোনামের একটি নাটকে এমন চরিত্রে দেখা যাবে তাকে। এতে তার সঙ্গী জান্নাতুল সুমাইয়া হিমি। নাটকটি প্রযোজনা করেছেন জামাল হোসেন। নির্মাণ করেছেন ইমরাউল রাফাত।
নাটকটি প্রসঙ্গে নির্মাতা বলেন, আমাদের চারপাশে অদ্ভুত রকমের মানুষ প্রায় সময় দেখতে পাই। তারা কখন কী করে তার ঠিক নেই। তেমনই এক অদ্ভুত চরিত্র নিয়ে এ নাটকের গল্প এগিয়ে যাবে।
এই নির্মাতা আরও জানান, আসছে ঈদে রঙ্গন এন্টারটেইনমেন্টর ইউটিউব চ্যানেলে ‘ছেলেটা পাগল পাগল’ নাটকটি দেখা যাবে।
বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, মার্চ ১৯, ২০২৫
এনএটি