ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩২, ২৪ এপ্রিল ২০২৫, ২৫ শাওয়াল ১৪৪৬

বিনোদন

পিৎজা খাওয়া ছেড়েছেন অ্যাডেল

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৬ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৬
পিৎজা খাওয়া ছেড়েছেন অ্যাডেল অ্যাডেল

কণ্ঠের কথা ভেবে ব্রিটিশ গায়িকা অ্যাডেল পিৎজা খাওয়া ছেড়ে দিয়েছেন। নিজের প্রিয় খাবার পনির ও টমেটো বেশি খাওয়ার কারণে গলার ক্ষতি হলে গায়কীতে এর নেতিবাচক প্রভাব পড়বে বলে তাকে সতর্ক করা হয়েছে।

‘সেন্ড মাই লাভ’ গানের তারকা অ্যাডেল এক কনসার্টে বলেছেন, ‘আর পিৎজা খেতে পারবো না। এটা কতোটা খারাপ জানেন? এই খাবার তৈরি হয় টমেটো দিয়ে। উপকরণটি কণ্ঠনালীর জন্য খারাপ যার মাধ্যমে এসিড সংক্রমণ হয়। খারাপ বলেই পিৎজা আর খেতে পারবো না। ’

অ্যাডেল এখন যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে সংগীত সফর করছেন। ওই অঞ্চলের পিৎজা মুখে জল এনে দেয়! তাই খাবারটি না খাওয়ার ব্যাখ্যা দিলেন ২৮ বছর বয়সী এই গায়িকা।

যোগ করে অ্যাডেল আরও বলেন, ‘আমি আমেরিকায় থেকেও পিৎজা খেতে পারছি না। এটা রোমিও আর জুলিয়েটের চেয়েও বাজে ব্যাপার! শেক্সপিয়র বেঁচে থাকলে এ নিয়ে লিখতে পারতেন। ’

এদিকে চলতি বছরের শুরুতে যুক্তরাজ্যের ম্যানচেস্টারে মঞ্চে অ্যাডেল বলেছিলেন, ‘আমার কণ্ঠস্বর সুরক্ষায় সতর্ক থাকতে হবে বলে রুশোমের খাবার চেখে দেখতে পারছি না। ’

বাংলাদেশ সময়: ১৪২১ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।