ঢাকা, মঙ্গলবার, ৯ বৈশাখ ১৪৩২, ২২ এপ্রিল ২০২৫, ২৩ শাওয়াল ১৪৪৬

বিনোদন

চিত্রনাট্যকার যোশেফ শতাব্দী আর নেই

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৬
চিত্রনাট্যকার যোশেফ শতাব্দী আর নেই যোশেফ শতাব্দী

অসংখ্য জনপ্রিয় চলচ্চিত্রের চিত্রনাট্যকার ও কাহিনিকার যোশেফ শতাব্দী আর নেই (ইন্নালিল্লাহি...রাজিউন)। বুধবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টা ২০ মিনিটে সিরাজগঞ্জে নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

দীর্ঘদিন ধরে বিরল প্রকৃতির ক্যানসারে ভুগছিলেন যোশেফ। প্রথমে টিউমার, এরপর ক্যানসার ধরা পড়ে তার শরীরে। সিরাজগঞ্জের এনায়েতপুরে খাজা ইউনুস হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬২ বছর (অানুমানিক)।  

পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বাদ আসর সিরাগঞ্জের রহমতগঞ্জে পারিবারিক কবরস্থানে যোশেফকে দাফন করা হবে।  তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

যোশেফ শতাব্দীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে চলচ্চিত্রাঙ্গনে। অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজলের জনপ্রিয় কয়েকটি ছবির চিত্রনাট্যকার হিসেবে কাজ করেছেন তিনি। তাদের দু’জনের মধ্যে ছিলো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক।

‘দাদি মা’, ‘চাচ্চু’, ‘মায়ের হাতে বেহেস্তের চাবি’, ‘পিতার আসন’, ‘ধর্ম আমার মা’, ‘আসমান জমিন’, ‘কুরবানি’, ‘মাটির দুর্গ’, ‘সুজন বন্ধু’, ‘আসামী হাজির’ ইত্যাদি ছবির চিত্রনাট্য ও কাহিনিকার ছিলেন যোশেফ শতাব্দী।  সবশেষ শাহ আলম মন্ডলের ‘সাদাকালো প্রেম’ ছবির চিত্রনাট্য লিখেছেন তিনি। এখন এর দৃশ্যধারণ চলছে।

বাংলাদেশ সময়: ১২২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৬
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।