ঢাকা, মঙ্গলবার, ৮ বৈশাখ ১৪৩২, ২২ এপ্রিল ২০২৫, ২৩ শাওয়াল ১৪৪৬

বিনোদন

অল্প বিষয় নিয়ে সংসারে বিরাট ঘটনা!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩০ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৬
অল্প বিষয় নিয়ে সংসারে বিরাট ঘটনা! নাঈমের সঙ্গে মেহরিন নিশা

সদ্য বিবাহিত এক দম্পতি। বিয়ের পর কোথাও মধুচন্দ্রিমায় যাওয়া হয়নি তাদের।

স্বামীর ব্যবসায়িক ব্যস্ততার জন্যই হয়নি। তবে দু’জনই বেশ সুখে আছে। অফিসে শেষেই স্ত্রীর কাছে চলে আসে স্বামী। কিন্তু ধীরে ধীরে সবকিছু বদলে যেতে থাকে।  

গল্পটি ‘দুজনে’ নাটকের। এতে দম্পতির ভূমিকায় অভিনয় করেছেন নাঈম ও মেহরিন নিশা। নাঈম বললেন, ‘সংসারে অনেক সময় অল্প কিছু বিষয় নিয়ে বিরাট ঘটনা ঘটে যায়। সেটাই দেখানো হয়েছে এখানে। ’

‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ থেকে পরিচিতি পাওয়া নিশা বলেন, ‘সংসার জীবনের নানান ঘটনা এতে ফুটিয়ে তোলা হয়েছে। নাঈম ভাইয়ের সঙ্গে কাজ করে ভালো লেগেছে। তিনি বেশ আন্তরিক মানুষ। ’

‘দুজনে’ লিখেছেন জহির করিম, পরিচালনায় রাহাত মাহমুদ। সম্প্রতি এর চিত্রায়ন হয়েছে। শিগগিরই একটি টিভি চ্যানেলে প্রচার হবে নাটকটি।

বাংলাদেশ সময় : ১২২১ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।