ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

মনপুরায় তক্ষক উদ্ধার, বনে অবমুক্ত 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৯ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২৩
মনপুরায় তক্ষক উদ্ধার, বনে অবমুক্ত 

ভোলা: ভোলার মনপুরা উপজেলার মনপুরা ইউনিয়নের কূলাগাজী তালুক এলাকা থেকে একটি তক্ষক উদ্ধারের পর বনে অবমুক্ত করা হয়েছে।

শুক্রবার (১৪ এপ্রিল) বিকেলে একই উপজেলার হাজিরহাট ইউনিয়নের জংলারখাল সংলগ্ন সংরক্ষিত বনে তক্ষকটিকে অবমুক্ত করে বন বিভাগ।

একই দিন ভোরে কূলাগাজী তালুক এলাকা থেকে তক্ষকটি উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া তক্ষকটির দৈর্ঘ্য ১০ ইঞ্চি ও ওজন ৪০০ গ্রাম ছিল।  

এ ব্যাপারে মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদ আহমেদ জানান, শুক্রবার ভোরে কূলাগাজী তালুক এলাকায় পুলিশ নিয়মিত টহল দিচ্ছিল। সে সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে একটি ব্যাগে তক্ষকটি রেখে তা গাছের সঙ্গে ঝুলিয়ে পালিয়ে যায় পাচারকারীরা। পরে তক্ষকটি উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়। বন বিভাগের কর্মীরা জংলারখাল সংলগ্ন সংরক্ষিত বনে তক্ষকটি অবমুক্ত করেন।  

ভোলা বন বিভাগের উদ্ভিদ ও জীববৈচিত্র‌্য সংরক্ষণ কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, তক্ষকটি বিপন্ন প্রজাতির। কেউ এটি পাচারের চেস্টা করছিল। এটি ধরা দণ্ডনীয় অপরাধ।

বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।