ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

বাঘবেড়ে চিতা শাবক আটক!

শাহ্ আলম ভূঁইয়া, নান্দাইল ও ঈশ্বরগঞ্জ প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৯ ঘণ্টা, জুন ৩০, ২০১২
বাঘবেড়ে চিতা শাবক আটক!

নান্দাইল-ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ): ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার বাঘবেড় ইউনিয়নের শালকোনা গ্রামে শনিবার বিকেলে একটি চিতা বাঘের শাবক আটক করেছে গ্রামবাসী।
 
৪ ফুট ৬ ইঞ্চি দৈর্ঘের চিতা শাবকটিকে ধোবাউড়া উপজেলা নির্বাহী  কর্মকর্তার কার্যালয়ে লোহার খাচায় আটক রাখা হয়েছে।

এ সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে বাঘ শাবকটিকে দেখার জন্য বিপুল সংখ্যক উৎসুক জনতা সেখানে ভীড় করে।

তবে কারও কারও মতে এটি চিতাবাঘ নয়, বাঘডাশা।

প্রত্যক্ষদর্শীরা জানান, চিতা শাবকটিকে হালুয়াঘাট উপজেলার গোবড়াকুড়া গ্রামে প্রথম দেখা যায়। উৎসুক জনতা শাবকটিকে তাড়া করলে সেটি দীর্ঘ প্রায় ২৫ কিলোমিটার পথ দৌঁড়ে হালুয়াঘাট উপজেলার সীমানা পেড়িয়ে ধোবাউড়া উপজেলার সীমানায় তাড়াই নদী সাঁতরে পাড় হওয়ার সময় শালকোনা গ্রামের আব্দুল মোতালেব নামে এক ব্যক্তিকে আক্রমণ করে।

এসময় আব্দুল মোতালেব লাঠি দিয়ে শাবকটির মাথায় আঘাত করেন। এতে চিতাটি মাটিতে পড়ে গেলে গ্রামবাসী লাঠি দিয়ে চেপে ধরে তার পা বেঁধে ফেলে।

বাঘবেড় ইউনিয়ন পরিষদের সদস্য শফিকুল ইসলাম তালুকদার চিতা শাবকটিকে  উপজেলা সদরে এনে নির্বাহী  কর্মকর্তার কাছে হস্তান্তর করেন।

শফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, ৪ ফুট ৬ ইঞ্চি দৈর্ঘের চিতা শাবকটি অসুস্থ হয়ে পড়েছে।

ধোবাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হেলালুজ্জামান সরকার জানান, বন বিভাগের লোকজনকে সংবাদ দেওয়া হয়েছে। বন বিভাগের কর্মকর্তারা আসলেই তাদের কাছে চিতা শাবকটিকে হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, জুন ৩০, ২০১২

সম্পাদনা : আহ্সান কবীর, আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।