ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

মুরগির খোপ থেকে বেরিয়ে এলো অজগর!

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৩ ঘণ্টা, এপ্রিল ৭, ২০২৪
মুরগির খোপ থেকে বেরিয়ে এলো অজগর!

পাথরঘাটা, (বরগুনা): বরগুনার পাথরঘাটা উপজেলায় একটি বসত বাড়ির মুরগির খোপ থেকে সাড়ে ছয় ফুট লম্বা অজগর উদ্ধার করা হয়েছে।

শনিবার (৬ এপ্রিল) বিকেলে উপজেলার চরদুয়ানী ইউনিয়নের ছোট টেংরা গ্রামের আব্দুর রহিমের বাড়ি থেকে উদ্ধার করা হয়।

 পরে বলেশ্বর নদের বিহঙ্গ দ্বীপে অজগরটি অবমুক্ত করা হয়।

জাকির মুন্সি নামের এক ব্যক্তি বলেন, ছোট টেংরা গ্রামের আব্দুর রহিমের বসত বাড়িতে মুরগির খোপে হঠাৎ একটি সাপ দেখতে পায়। সাথে সাথে আমাকে ফোন দিয়ে বাড়িতে আসতে বলে। আমি দ্রুত ওই বাড়িতে এসে মুরগির খোপ থেকে সাড়ে ছয় ফুটের একটি অজগর উদ্ধার করি। পরে বনবিভাগকে খবর দিলে তাদের কাছে হস্তান্তর করা হয়। সন্ধ্যার আগে ওই অজগরটি বিহঙ্গ দ্বীপে অবমুক্ত করা হয়।

আব্দুর রহিম বলেন, প্রথমে ঘরের নারীরা মুরগির খোপে সাপটি দেখতে পায়, পরে আমাকে খবর দিলে আমি জাকির মুন্সি এনে সাপটি উদ্ধার করি।

পাথরঘাটা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, জাকির মুন্সি অজগর উদ্ধার করে খবর দিলে আমরা তাকে সাথে নিয়ে বলেশ্বর নদের বিহঙ্গ দ্বীপে অবমুক্ত করি।

বাংলাদেশ সময়: ০০৩৬ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০২৪
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।