ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

বরুড়ায় জন্ম নিলো ২ মাথাওয়ালা বাছুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২৪
বরুড়ায় জন্ম নিলো ২ মাথাওয়ালা বাছুর দুই মাথাওয়ালা বাছুর

কুমিল্লা: কুমিল্লা জেলার বরুড়া উপজেলায় দুই মাথাওয়ালা বাছুর প্রসব করেছে একটি গাভী।  

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় উপজেলার আড্ডা ইউনিয়নের আড্ডা গ্রামের বাসিন্দা নান্টু মিয়ার গৃহপালিত একটি গাভী জন্ম দেয় ওই বাছুরটি।

 


এদিকে এমন আকৃতির বাছুর জন্ম নেওয়ার খবর পেয়ে এক নজর দেখতে উৎসুক জনতা নান্টুর বাড়িতে ভিড় জমাচ্ছেন।

নান্টু মিয়া জানান, অন্যান্য গরুর মতো স্বাভাবিকভাবেই জন্ম নিয়েছে দুই মাথাওয়ালা বাছুরটি। বাছুরটির দুটি মাথা, দুইটি মুখ ও চারটি চোখ এছাড়া বাকি সব ঠিক আছে। জন্মের পর দুই মুখ দিয়েই মা গাভীর দুধ পানও করছে বাছুরটি। তবে জন্মের ১৫ মিনিটের মাথায় বাছুরটি মারা যায়। মারা যাওয়া বাছুরকে বাড়ির পাশেই গর্ত করে মাটিচাপা দেওয়া হয়েছে।  

এ বিষয়ে বরুড়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাসরিন সুলতানা তনু বলেন, এটা একটি জন্মগত সমস্যা। যা কনজেনিটাল অ্যাবনরমালিস এবং টেরাটোজেনিক ইফেক্টের কারণে হয়ে থাকে। আমাদের জানামতে বরুড়াতে এমন ঘটনা আগে ঘটেনি।  

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।