ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

গাড়ি চালক কুকুর!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৫ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১২
গাড়ি চালক কুকুর!

ঢাকা : এটা হলিউডি কিংবা বলিউডি ছবির গল্প নয়!

সত্যি সত্যি গাড়ি চালকের ভূমিকায় অবতীর্ণ হয়েছে মন্টি নামে নিউজিল্যান্ডের একটি কুকুর।

তবে অলৌকিকভাবেও মন্টি এটা পারেনি।

মন্টি বা কুকুর কিংবা অন্যান্য মানুষের পাশে থাকে এমন প্রাণীকে গাড়ি চালনা শেখাচ্ছে নিউজিল্যান্ডের একটি দাতব্য গাড়ি চালনা প্রতিষ্ঠান!

প্রতিষ্ঠানের কর্মকর্তারা বলছেন, তাদের এই প্রতিষ্ঠানটির সার্বিক কাজের উদ্দেশ্য হচ্ছে এটা প্রমাণ করা যে, মানুষের পাশাপাশি অন্যান্য প্রাণীও কম বুদ্ধিসম্পন্ন নয়।

কর্মকর্তারা জানিয়েছেন, মন্টি নামের ঐ কুকুরটি ইতোমধ্যে গাড়ি চালনা, ব্রেক ধরা, গিয়ার ছাড়া এবং স্টিয়ারিং বাড়ানোর মতো শক্ত কাজও শিখে ফেলেছে। একটি খোলামাঠে ছেড়ে দেয়া হলে সে নিরাপদেই গাড়ি চালাতে পারে এবং নিরাপদেই বন্ধ করতে পারে।

বিশেষজ্ঞরা মনে করছেন, কুকুরের এ দক্ষতা প্রাণী পোষার ক্ষেত্রে মানুষকে আরও একধাপ এগিয়ে দিবে। বিশ্বস্থ কুকুরকে এবার গাড়ি চালনার গুরুদায়ভারও দেয়া যেতে পারে!

বাংলাদেশ সময় : ১৬২০ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১২
সম্পাদনা : হুসাইন আজাদ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।