ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

বন মানুষের জন্মদিন পালন!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪২ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১২
বন মানুষের জন্মদিন পালন!

ঢাকা : মানুষের মতো দেখতে হলেও মানুষ নয়! তবে এবার ঠিক মানুষের মতোই জন্মদিন উদযাপন করলো যুক্তরাষ্ট্রের অহিও অঙ্গরাজ্যের একটি বনমানুষ!

নাম ‘কোলো’। ৫৬ বছরে পা দিল এবার!

১৯৫৬ সালের মধ্য-পশ্চিমাঞ্চলের রাজ্য অহিওর ‘কলম্বাস জু এন্ড একুরিয়াম’ এ (চিড়িয়াখানা) জন্মগ্রহণ করে কোলো।



চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানায়, দেশের পশ্চিমাঞ্চলের নিম্নভূমির নারী বনমানুষটি পৃথিবীর সবচেয়ে বয়স্ক বনমানুষ!

জন্মদিন উপলক্ষ্যে কোলোর সামনে বিশেষভাবে তৈরি কেক, পছন্দের খাবার টমেটোসহ অন্যান্য উপহার সামগ্রী উপস্থাপন করে চিড়িয়াখানা কর্তৃপক্ষ!

কর্তৃপক্ষ ‘কোলো’র জন্মদিনে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদেরও আমন্ত্রণ জানায়। উপস্থিত সবাই কোলোকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সঙ্গীত পরিবেশন করেন। এ সময় ‘শুভ জন্মদিন, কোলো!’ বলে অভিবাদন জানানো হয় তাকে!

চিড়িয়াখানার একজন কর্মকর্তা জানান, “জন্মদিনের এতোসব আয়োজনে কিছুটা অবাক হয় কোলো! তবে কিছু সময় পরই পরিবেশের সঙ্গে মানিয়ে নেয় নিজেকে! হাস্যোজ্জল মুখাবয়বে সময় কাটে তার। ”

তিন সন্তানের মা কোলো। যুক্তরাষ্ট্রের বিভিন্ন চিড়িয়াখানায় তার ২৪ জন বংশধর রয়েছে।

একটি আন্তর্জাতিক গণমাধ্যমের পক্ষ থেকেও কোলোকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়।

শুভ জন্মদিন, কোলো!

বাংলাদেশ সময় : ১৮৫০ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১২
সম্পাদনা : হুসাইন আজাদ, নিউজরুম এডিট, [email protected]

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।