ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

গ্রিন রিফ্লেকশন্সের ১১তম সংখ্যা প্রকাশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৮ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৩
গ্রিন রিফ্লেকশন্সের ১১তম সংখ্যা প্রকাশ

ঢাকা: দেশের অন্যতম বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথে পরিবেশ বিষয়ক ম্যাগাজিন গ্রিন রিফ্লেকশন’র ১১ তম সংখ্যার (জিআর-১১) প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় আর্থ ক্লাবের উদ্যোগে ১৭ আগস্ট এ প্রকাশনার মোড়ক উন্মোচন করেন আর্থ ক্লাবের সাবেক অনুষদ উপদেষ্টা ড. সিরাজুল ইসলাম ও নতুন অনুষদ উপদেষ্টা ড. জাকারিয়া।

                                       
 
জিআর-১১ এর প্রকাশনা ‌উৎসবে অতিথিরা পরিবেশগত বিষয় নিয়ে আলোচনা করেন। এসময় তারা শিক্ষার্থীদের সচেতনতায় আর্থ ক্লাবের প্রশংসার পাশাপাশি আর্থ ক্লাবকে আরও এগিয়ে নেওয়ার আহ্বান জানান।
 
অনুষ্ঠানে আর্থ ক্লাবের প্রেসিডেন্ট মো. শরিফুল সিদ্দিক ক্লাবের নতুন এক্সিকিউটিভ বডি (২০১৩-২০১৪) ঘোষণা করেন ।
 
প্রসঙ্গত, আর্থ ক্লাবের উদ্যোগে প্রকাশিত জিআর-১১ একটি বাৎসরিক পরিবেশগত জনপ্রিয় ম্যাগাজিন।  
 
বাংলাদেশ সময়: ১২০৪ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৩
এমআইআর/এসএটি/এমজেডআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।