ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

গ্রীন ‌ইউনিভার্সিটির জলবায়ু পরিবর্তন বিষয়ে সেমিনার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩২ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৩

ঢাকা: ঘূর্ণিঝড়, টর্নেডো, ঝড়, জলোচ্ছ্বাস বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ বাংলাদেশে ঘন ঘন হওয়ার কারণ পরিবেশের বিপর্যয়, জলবায়ু পরিবর্তন ও এসব বিপর্যয়-পরিবর্তনের মাত্রা  কমানোর পর্যাপ্ত উদ্যোগের অভাব।

গত শনিবার গ্রীন ইউনিভার্সিটি আয়োজিত ‘জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ-বাংলাদেশ প্রসঙ্গ’ শীর্ষক সেমিনারে এসব তথ্য জানান বক্তারা।



বক্তারা বলেন, গত শতাব্দীতে ৪শ’ ট্রপিক্যাল সাইক্লোন ব্যাপক বিপর্যয় সৃস্টি করেছিল, এছাড়া কয়েক বছর আগে ঘর্ণিঝড় মহাসেন উপকূলীয় এলাকার ব্যাপক ক্ষতি সাধন করেছিল।

প্রাকৃতিক দুর্যোগ ও এসব ক্ষয়ক্ষতি কমাতে পরিবেশের বিপর্যয় তথা জলবাযু পরিবর্তনের মাত্রা কমাতে হবে বলে মত দেন বক্তারা।

গ্রীন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোঃ গোলাম সামদানী ফকিরের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. আইনুন নিশাত।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির প্রধান নির্বাহী ও র‌্যমন ম্যাগসাসাই পুরুস্কার ২০১২ বিজয়ী সৈয়দা রিজওয়ানা হাসান।

অন্যান্যের মধ্যে গ্রীন ইউনিভার্সিটির ট্রেজারার জনাব মোঃ শহীদ উল্লাহ, রেজিস্ট্রার লে. কর্নেল মো: আলী আম্বিয়াল হক খান (অব:), ডিন প্রফেসর ড. মোঃ সাইফুর রহমানসহ সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৩
বিজ্ঞপ্তি/টিকে/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।