ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

কুকুরের ভালোলাগা-ভালোবাসা!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫৮ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৩
কুকুরের ভালোলাগা-ভালোবাসা!

ঢাকা: আমরা অপরকে গালমন্দ করার জন্য প্রায়ই কুকুর প্রাণিটির নাম নিয়ে আসি। আরেকজনকে এই প্রাণিটির সঙ্গে তুলনা করে নিজের মধ্যে আনন্দ খুঁজে পাই।

কারণ আমরা ধরেই নিই, কুকুর মানে এক প্রকার নিষ্ঠুরতা, কুকুর মানে হৃদয়হীনতা।

কিন্তু অনেকেই জানি না কুকুরেরও ভালোলাগা আছে, তারাও ভালোবাসতে জানে। তাদের এই ভালোবাসা আমাদের সমাজের লোক-দেখানো ঠু‍নকো ভালোবাসার চেয়ে অনেক বেশি সরল, নির্লোভ আর নির্ভেজাল। দেখার চোখ থাকলে অনেক সময় কুকুরের ভালোবাসা আমাদের চোখে আঙুল দিয়ে অনেক কিছু দেখিয়ে দেয়। অকৃত্রিম ভালোবাসার জালে জড়ানো এমনই ২০টি কুকুরের ছবি নিয়ে আমাদের এবারের আয়োজন ‘কুকুরের ভালোবাসা’।


 তুমি আমাকে পূর্ণতা দান করেছ। এভাবেই আজীবন আগলে রাখতে চাই তোমাকে।


রাগ করো না, লক্ষ্মীটি। আমি তোমায় কোমল পরশ বুলিয়ে দিতে চাই।


ভালোবাসতে মন লাগে, স্থান নয়।


একটু ভালোবাসার পরশ বোলাতে দাও।


দুজন শুধুই দুজনের। পাশাপাশি থাকব নির্জনে।


আমাকে ছেড়ে যেও না। আমিও কথা দিচ্ছি তোমাকে ছাড়ব না।


আমি তোমাকে ভালোবাসি। হ্যাঁ, তোমাকেই আমি ভালোবাসি।


লাভের আশায় নয়, নি:স্বার্থভাবে ভালোবাসতে চাই।


অন্যভাবে নেবেন না, আমি তাকে ভালোবাসি।


ভালো ভালো সেতো ভালোবাসাই। একে কোনোকিছু দিয়েই বিচার করা যায় না। উচিতও নয়।

বাংলাদেশ সময়: ০৩৫৬ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৩
কেএইচ/জেএম/জিসিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।