ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

শিবগঞ্জে ধরা পড়া ঘড়িয়ালটি পাঠানো হচ্ছে সাফারি পার্কে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৮ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৬
শিবগঞ্জে ধরা পড়া ঘড়িয়ালটি পাঠানো হচ্ছে সাফারি পার্কে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের পদ্মায় জেলেদের জালে ধরা পড়া ঘড়িয়ালটি পাঠানো হচ্ছে গাজীপুর সাফারি পার্কে।

বুধবার (২৬ অক্টোবর) রাতে রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তারা ঠুঠাপাড়া এলাকায় পৌঁছেছে।

এর আগে মঙ্গলবার (২৫ অক্টোবর) রাতে ঠুঠাপাড়া গ্রামের তরিকুল ইসলাম বাবুল পদ্মা নদীতে মাছ ধরার জন্য জাল ফেলে।

পরে বুধবার সকালে জাল তুলতে গিয়ে তিনি দেখেন একটি বাচ্চা ঘড়িয়াল জালে আটকে আছে। প্রায় ৪ ফিট লম্বা ও ৭ কেজি ওজনের এ ঘড়িয়ালটি অনেকে কুমিরের বাচ্চা বলে মনে করছেন।

বুধবার সারাদিন শত শত মানুষ ঘড়িয়ালের বাচ্চাটিকে দেখতে ভিড় করতে থাকে।

শিবগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা ডা. সুব্রত কুমার সরকার বাংলানিউজকে বলেন, ঠুঠাপাড়া এলাকায় একটি কুমিরের বাচ্চা ধরা পড়ার খবর পেয়ে সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে যোগাযোগ করি। খবর নিয়ে জানতে পেরেছি, জেলের জালে আটকে পড়া কুমিরের বাচ্চা নয়, ঘড়িয়াল।

রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বন্যপ্রাণী পরিদর্শক জাহাঙ্গীর কবীর বাংলানিউজকে বলেন, এটি ঘড়িয়াল, বয়স এক থেকে দেড় বছরের পুরুষ জাতের। আমরা এটি গাজীপুর সাফারি পার্কে পাঠিয়ে দেব। ধরা পড়া এ প্রজাতির ঘড়িয়াল ৯০ ভাগ বিলুপ্তির পথে।

বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৬
আরবি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।