ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

সিলেটে লোকালয় থেকে অজগর উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৪ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৭
সিলেটে লোকালয় থেকে অজগর উদ্ধার আটক করা অজগর/ছবি: বাংলানিউজ

সিলেট: সিলেটে জৈন্তাপুরে লোকালয় থেকে একটি অজগর সাপ উদ্ধার করেছেন বন বিভাগের কর্মীরা।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় সাপটি উদ্ধার করেন তারা। উপজেলার আফিফানগর চা বাগানের পাশের উন্মুক্ত স্থানে অজগর সাপটি প্রথম দেখা যায়।

পাশেই লোকালয়।  

ছোট আকারের সাপটি স্থানীয়রা আটকাতে সক্ষম হলে চারিকাটা ইউপি চেয়ারম্যান শাহ আলম চৌধুরী তোফায়েলের জিম্মায় ইউনিয়ন পরিষদে আনা হয়। খবর পেয়ে বন বিভাগের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে অজগরটি নিজেদের হেফাজতে নেন।  

সিলেটের বিভাগীয় বন কর্মকর্তা এসএম মনিরুল ইসলাম বাংলানিউজকে বলেন, খবর পেয়ে সাপটি উদ্ধার করা হয়েছে। রাতেই সিলেটের খাদিমনগর উদ্যানে সাপটি ছেড়ে দেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৭
এনইউ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।