ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

শার্শায় মেছোবাঘ আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৭ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৭
শার্শায় মেছোবাঘ আটক আটক মেছোবাঘ/ছবি: বাংলানিউজ

বেনাপোল (যশোর): যশোরের শার্শার সীমান্তবর্তী এলাকা ডিহি ইউনিয়নের টেংরালী গ্রাম থেকে একটি মেছোবাঘ আটক করা হয়েছে।

বুধবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় একদল কৃষক মেছোবাঘটি আটক করেন।

এলাকাবাসী জানায়, টেংরালী গ্রামের ইয়ানুর রহমান, ফজর আলী, শিমুলসহ ১০/১২ জনের একদল কৃষক মাঠে ধান বাঁধার সময় ক্ষেতে মেছো বাঘটি দেখতে পান।

পরে তারা মেছোবাঘটি আটক করেন। এসময় শত শত জনতা এক নজর দেখার জন্য ক্ষেতে ভিড় জমায়।

শার্শার গোড়পাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) লুৎফর রহমান বৃহস্পতিবার দুপুরে বাংলানিউজকে বলেন, মেছোবাঘটি বন বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তরের প্রক্রিয়ায় চলছে।

বাংলাদেশ সময়: ১৩৫২ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৭
এজেডএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।