ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

আখাউড়ায় ভিন্ন প্রজাতির ২৮ পাখি জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৪ ঘণ্টা, জুন ৬, ২০১৮
আখাউড়ায় ভিন্ন প্রজাতির ২৮ পাখি জব্দ জব্দ হওয়া পাখি

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সীমান্তে ভিন্ন প্রজাতির ২৮টি পাখি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

মঙ্গলবার (৫ জুন) রাতে উপজেলার সীমান্তবর্তী ফকিরমোড়া এলাকা থেকে খাঁচাবদ্ধ অবস্থায় পাখিগুলো জব্দ করা হয়।  

পাখিগুলোর মধ্যে চারটি বড় টিয়া, ছয়টি কাকাতুয়া ও ১৮টি বালিহাঁস জাতীয় বিরল প্রজাতির পাখি রয়েছে।

 

বুধবার (৬ জুন) ২৫ বিজিবি ব্যাটালিয়েনের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল মো. শাহ আলী বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, মঙ্গলবার রাতে ফকিরমোড়া সীমান্ত দিয়ে একদল পাচারকারী অবৈধভাবে ভারতের ত্রিপুরা রাজ্য থেকে তিনটি খাঁচায় ভরে পাখিগুলো বাংলাদেশে আনে। পরে সীমান্তে টহলরত বিজিবি সদস্যদের দেখে পাঁখিগুলো ফেলে রেখে পালিয়ে যায় পাচারকারীরা। পরে পাখিগুলো বিজিবি ক্যাম্পে রাখা হয়।

বিকেল সাড়ে ৩টার দিকে বনবিভাগের কর্মকর্তাদের মাধ্যমে পাখিগুলো গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্কে পাঠানো হয়েছে বলেও জানান বিজিবি’র এ কর্তকর্তা।

বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, জুন ০৬, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।