ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

সেরে উঠছে সেই অজগরটি

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৪ ঘণ্টা, জুলাই ২২, ২০১৮
সেরে উঠছে সেই অজগরটি মুরগি খাওয়ার অপরাধে ‘অপরাধী’ অজগর। ছবি: বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন

মৌলভীবাজার: মুরগি খাওয়ার অপরাধে ‘অপরাধী’ সেই অজগরটি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে।

মঙ্গলবার (১৭ জুলাই) শ্রীমঙ্গল শহরের ইছবপুর এলাকা থেকে আহত অজগরটিকে উদ্ধার করে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে (বাবসেফা) নিয়ে আসা হয়। সেখানেই চলছে তার চিকিৎসাসহ প্রয়োজনীয় সেবাযত্ন।

 

বাবসেফায় গিয়ে দেখে দেখা যায়, অজগরটিকে সুস্থ করে তোলার জন্য সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। তাজা মুরগিসহ প্রয়োজনীয় খাবার তাতে দেওয়া হলেও এখনো ভারি খাবার সে মুখে তোলেনি।

এর আগে, এক গৃহকর্তার মুরগি খেলে ফেললে তিনি লাঠির আঘাতে আহত করেছিলেন অজগরটিকে। বর্তমানে অজগরটি পানি খাচ্ছে। কর্তৃপক্ষ মনে করছেন শিগগিরই সে ভারি খাবার খেতে শুরু করবে।  

বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব বাংলানিউজকে বলেন, অজগরটি বর্তমানে সুস্থ হওয়ার পথে। আঘাত পাওয়ার পর উদ্ধার হওয়া যেসব বন্যপ্রাণী আমরা এখানে নিয়ে আসি তারা স্বাভাবিকভাবে একটু দেরিতেই খাবার খাওয়া শুরু করে। যেহেতু অজগরটি পানি খেতে শুরু করেছে, আশা করা যায় দুই-একদিনের মধ্যে তাজা খাবার খেতে পারবে।  

অজগরটি সম্পূর্ণভাবে সুস্থ হয়ে উঠলে সুবিধাজনক সময়ে তাকে প্রকৃতিতে ছেড়ে দেওয়া হবে বলে জানান সজল দেব।

আরও পড়ুন:
মুরগি খাওয়ার অপরাধে অজগর পেটালেন গৃহকর্তা

বাংলাদেশ সময়: ১২২২ ঘণ্টা, জুলাই ২২, ২০১৮
বিবিবি/এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।