ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

৯০ হাতির মরদেহ মিললো বতসোয়ানায়

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১৮
৯০ হাতির মরদেহ মিললো বতসোয়ানায় হাতির মরদেহ, ছবি: সংগৃহীত

ঢাকা: দক্ষিণ আফ্রিকান দেশ বতসোয়ানার বিখ্যাত একটি বন্যপ্রাণী অভয়ারণ্যের কাছে অন্তত ৯০টি হাতির মরদেহ পাওয়া গেছে বলে জানিয়েছেন সংরক্ষণবাদীরা।

ব্যাপক জরিপ চালিয়ে দেশের বিজ্ঞানীরা বলছেন, মৃত ৮৭টি হাতির মধ্যে বেশির ভাগই মাত্র কয়েক সপ্তাহ আগে হত্যা করা হয়েছে। এছাড়া পাঁচটি সাদা গণ্ডারের মরদেহ পাওয়া গেছে, যেগুলো গত তিন মাসের মধ্যে হত্যা করা হয়।

এদিকে, দেশটিতে হাতি সংরক্ষণে এমন খারাপ পরিস্থিতি দেখে ‘সীমানা ছাড়া হাতি’ অর্গানাইজেশনের মাইক চেজ খুবই দুঃখ প্রকাশ করেছেন।  

তিনি বলেন, আমি হতাশ হয়ে গেছি, আশ্চর্যজনক এমন ঘটনা দেখে। হাতি শিকারের স্কেলে এখন পর্যন্ত সবচেয়ে বড় এ ঘটনাই।

বতসোয়ানা হাতি শিকারের কারণে অসম্মানজনক দৃষ্টিভঙ্গিতে রয়েছে সবার কাছে। তাদের শিকারীদের নিয়ন্ত্রণ করতে উদ্বিগ্ন বন্যপ্রাণী সংরক্ষণবাদীরা।

আফ্রিকান এ দেশটিতে বিশ্বের সবচেয়ে বেশি হাতি রয়েছে। কিন্তু দেশের ‘উগ্র’ শিকারীদের কবলে পড়ে দিন দিন সুনাম কমছে এ প্রাণিসম্পদ খাতের।

বাংলাদেশ সময়: ২২০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।