ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

হাতিরঝিলে প্লাস্টিক কুড়ালেন ইইউ প্রতিনিধিরা

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৬ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৮
হাতিরঝিলে প্লাস্টিক কুড়ালেন ইইউ প্রতিনিধিরা ঢাকার ইউরোপীয় ইউনিয়ন অফিস ও বাংলাদেশ পরিবেশ আন্দোলনের কর্মীরা। ছবি: সংগৃহীত

ঢাকা: জনসচেতনার লক্ষ্যে হাতিরঝিল লেকের প্লাস্টিক কুড়িয়েছেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি দল। প্লাস্টিক পণ্যের বিরুদ্ধে সচেতনতা আনার লক্ষ্যেই এ কর্মরসূচি পালন করেছেন তারা।

বৃহস্পতিবার (১৮ অক্টোবর) ঢাকাস্থ ইইউ কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত রেনসিয়ে টিয়েরিঙ্কের নেতৃত্বে হাতিরঝিল লেকের প্লাস্টিক পণ্য কুড়ানো হয়।

এতে ঢাকার ইউরোপীয় ইউনিয়ন অফিস ও বাংলাদেশ পরিবেশ আন্দোলনের কর্মীরা অংশ নেন।

প্লাস্টিক পণ্যের দূষণ প্রতিরোধে কাজ করছে ইউরোপীয় ইউনিয়ন। সে অনুযায়ী ইউরোপীয় ইউনিয়ন প্লাস্টিক পণ্যের বিষয়ে নিরুৎসাহিত করে আসছে। এ লক্ষ্যে হাতিরঝিলের প্লাস্টিক পণ্য কুড়িয়ে সচেতনতা আনতে এ কর্মসূচি পালন করেছে ইইউ প্রতিনিধি দল।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৮
টিআর/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।