ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

বরিশালে বিরল প্রজাতির গন্ধগোকুল অবমুক্ত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৭ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৮
বরিশালে বিরল প্রজাতির গন্ধগোকুল অবমুক্ত বিরল প্রজাতির গন্ধগোকুল। ছবি: বাংলানিউজ

বরিশাল: বরিশালে লোকালয় থেকে উদ্ধার হওয়া বিরল প্রজাতির গন্ধগোকুল অবমুক্ত করা হয়েছে।

বুধবার (০৫ ডিসেম্বর) সকালে জেলার আগৈলঝাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপুল চন্দ্র দাস গন্ধগোকুলটি অবমুক্ত করেন।

জানা যায়, সোমবার (০৩ ডিসেম্বর) রাতে উপজেলার পশ্চিম বাগধা গ্রামে লিটু বৈদ্যর দোকানের কাছে বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হয় গন্ধগোকুলটি।

এরপর মঙ্গলবার (০৪ ডিসেম্বর) দুপুরে স্থানীয় কয়েক যুবক গোকুলটিকে উপজেলা প্রাণী সম্পদ হাসপাতালে নিয়ে যায়। সেখানে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আশুতোষ রায় ও শেফালী মজুমদার গোকুলটিকে প্রাথমিক চিকিৎসা দেন।

ইউএনও বিপুল বাংলানিউজকে বলেন, গন্ধগোকুলের স্থানীয় নাম ‘ভোঁদর’। চিকিৎসার পর বিরল প্রজাতির ওই গন্ধগোকুলটিকে পশ্চিম বাগধা এলাকার নির্জন বাগানে অবমুক্ত করা হয়েছে।

বাংলা‌দেশ সময়: ২০৩৪ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৮
এমএস/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।