ঢাকা, বুধবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৪ মে ২০২৫, ১৬ জিলকদ ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

আশুলিয়ায় বিরল প্রজাতির গন্ধগোকুল উদ্ধার

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:৪৮, ফেব্রুয়ারি ১৫, ২০১৯
আশুলিয়ায় বিরল প্রজাতির গন্ধগোকুল উদ্ধার

আশুলিয়া (ঢাকা): আশুলিয়ার জামগড়া এলাকায় অভিযান চালিয়ে বিরল প্রজাতির গন্ধগোকুল উদ্ধার করেছে ঢাকার বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রণ ইউনিটের একটি দল।

বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে প্রাণীটি উদ্ধার করা হয়।

বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রণ ইউনিট সূত্র জানায়, বিকেলে সাভারের আশুলিয়ার জামগড়া এলাকায় গন্ধগোকুলকে ঘুরতে দেখে একদল যুবক প্রাণীটির পিছু নেয়।

প্রায় কয়েক ঘণ্টা চেষ্টার পর তারা প্রাণীটিকে আটকে ফেলে।

বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রণ ইউনিটের পরিদর্শক অসীম মল্লিক বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে গন্ধগোকুলটি উদ্ধার করা হয়। এই প্রজাতির প্রাণী সচরাচর চোখে পড়ে না।

বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রণ ইউনিটের পরিচালক মিহির কুমার দো’র তত্ত্বাবধানে গন্ধগোকুলকে শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) গাজীপুর ন্যাশনাল পার্কে অবমুক্ত করা হবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।