ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

মনপুরায় মৃত মায়া হরিণ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৯ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৯
মনপুরায় মৃত মায়া হরিণ উদ্ধার মৃত মায়া হরিণ উদ্ধার, দেওয়া হয়েছে মাটি চাপা। ছবি: বাংলানিউজ

ভোলা: ভোলার মনপুরায় ফসলের মাঠ থেকে একটি মৃত মায়া হরিণ উদ্ধার করেছে বন বিভাগের কর্মকর্তারা।

শুক্রবার (২৯ মার্চ) দুপুরে উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রাম থেকে হরিণটি উদ্ধার করা হয়।

হাজিরহাট বন বিভাগের বিট কর্মকর্তা শফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, গ্রামের খোরশেদ তহসিলদারের বাড়ির পাশে ফসলের মাঠে মৃত হরিণটিকে দেখতে পেয়ে বন বিভাগে খবর দেয় স্থানীয়রা।

পরে ঘটনাস্থলে গিয়ে হরিণটিকে উদ্ধার করে ময়নাতদন্ত শেষে দেওয়া হয় মাটি চাপা।

তিনি আরও জানান, এ সময়টাতে মিঠা পানির খোঁজে বনের হরিণ লোকালয়ে চলে আসে। এই সময় কুকুর ও অন্য প্রাণীর আঘাতে মারা যায় হরিণ।  

তবে বনের মধ্যে পুকুর খনন করা গেলে এই সমস্যার থেকে উত্তরণ সম্ভব বলে মনে করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।