ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

রামগতির মেঘনা থেকে হরিণ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৪ ঘণ্টা, মে ১১, ২০১৯
রামগতির মেঘনা থেকে হরিণ উদ্ধার উদ্ধার হওয়া হরিণ। ছবি: বাংলানিউজ

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগতি উপজেলার মেঘনা নদীর জোয়ারে ভেসে যাওয়ার সময় একটি হরিণ উদ্ধার করা হয়েছে।

শনিবার (১১ মে) সকালে উপজেলার চর গজারিয়া এলাকার মেঘনা নদী থেকে হরিণটি উদ্ধার করা হয়। দুপুরে উদ্ধার হওয়া হরিণটি বন-কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।

 

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিচুল হক বাংলানিউজকে বলেন, নোয়াখালী হাতিয়ার নিঝুপ দ্বীপ থেকে হরিণটি জোয়ারে ভেসে আসে। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় হরিণটি উদ্ধার করা হয়। পরে বন-কর্মকর্তার কাছে হরিণটি হস্তান্তর করা হয়েছে। নোয়াখালী বন বিভাগের মাধ্যমে হরিণটি নিঝুম দ্বীপে নিয়ে অবমুক্ত করা হবে।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, মে ১১, ২০১৯
এসআর/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।