ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

ইবির বোটানিক্যাল গার্ডেনে ৮৫ প্রজাতির গাছ

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৩ ঘণ্টা, আগস্ট ৩, ২০১৯
ইবির বোটানিক্যাল গার্ডেনে ৮৫ প্রজাতির গাছ বোটানিক্যাল গার্ডেন উদ্বোধন। ছবি: বাংলানিউজ

ইবি: ঔষুধি, ফল ও কাঠসহ মোট ৮৫ প্রজাতির গাছ নিয়ে বোটানিক্যাল গার্ডেন করছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রশাসন। 

শনিবার (৩ জুলাই) দুপুর ১টায় উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী বিশ্ববিদ্যালয়ের লেকের পাশে চারা গাছ রোপণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন।

প্রকৌশল অফিস সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের লেকের পাশেই ৬ বিঘা জমির ওপর করা হচ্ছে প্রত্যাশিত এই গার্ডেন।

গার্ডেনে শতাধিক প্রকারের গাছ থাকবে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী আলিমুজ্জামান টুটুল।
  
এর মধ্যে ফুল গাছ রয়েছে সতের প্রজাতির, তের প্রজাতির ঔষুধি, ফল ও চার প্রজাতির কাঠ গাছ। এছাড়াও শোভা বর্ধনের জন্যও থাকবে ২৩ প্রজাতির গাছ। বিশ্ববিদ্যালয়ের এই গার্ডেনের বিশেষজ্ঞ ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যানতত্ব বিভাগের অধ্যাপক মোক্তার হোসেন।  
পরবর্তীকালে গার্ডেনের জমির পরিমাণ সম্প্রসারণ করা হবে বলে জানান ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী আলিমুজ্জামান টুটুল।  

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, বোনাটিক্যাল গার্ডেন কমিটির আহবায়ক অধ্যাপক ড. জাকারিয়া রহমান, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন নাসিম বানু, শাপলা ফোরমের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মাহবুবর রহমান, ছাত্রলীগের সভাপতি রবিউল ইসলাম পলাশ, সাধরাণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব।  

বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।