ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

হবিগঞ্জে ১০৪ কেজির বাঘাইড়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৭ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৯
হবিগঞ্জে ১০৪ কেজির বাঘাইড় ১০৪ কেজির বাঘাইর। ছবি: বাংলানিউজ

হবিগঞ্জ: হবিগঞ্জে ১০৪ কেজি ওজনের বাঘাইড় মাছ কেনার পর ২০ জনে মিলে ভাগ করে নিয়েছেন। মাছটি দেখতে শহরের শিরিষতলা এলাকায় ভিড় জমান উৎসুক জনতা। 

মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেলে কিশোরগঞ্জের ভৈরব এলাকা থেকে মাছটি ৬৩ হাজার টাকায় কিনে হবিগঞ্জে নিয়ে আসা হয়। পরবর্তীতে কেনা মাছটি কেটে ২০ জনে ভাগ করে নেন।

হবিগঞ্জ জেলা যুবলীগ কর্মী আব্দুল হাকিম বাংলানিউজকে জানান, নরসিংদীর শাহজাহান নামে এক ব্যক্তি মেঘনা নদী থেকে এই বিশাল বাঘাইড় মাছটি শিকার করেন। আমরা খবর পেয়ে ভৈরবে গিয়ে এটি হবিগঞ্জে নিয়ে আসি। মাছটি আনার পর উৎসুক জনতার ভিড় জমে যায় সেখানে। পরে মাছটি কেটে ২০ জনে ভাগ করে নিই। এত বড় বাঘাইড় মাছ এর আগে আমরা কোনোদিন দেখিনি।  

তিনি আরও জানান, শাহজাহান মিয়ার শিকার করা আরও একটি বাঘাইড় মাছ আমরা কিনেছি। যার ওজন ৬৩ কেজি এবং দাম ৩১ হাজার টাকা।

বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৯ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।