ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

ফতুল্লায় মুনিয়া-তোতা অবমুক্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৬ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৯
ফতুল্লায় মুনিয়া-তোতা অবমুক্ত

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লা ডিআইটি মাঠে ১০ টি মুনিয়া ও দু’টি তোতা পাখি অবমুক্ত করেছে বন্যপ্রাণী সংরক্ষণ অধিদফতর।

শুক্রবার (১ নভেম্বর) দুপুরে পাখিগুলো উদ্ধারের পর পঞ্চবটি বন বিভাগের সঙ্গে সমন্বয়ে করে সেগুলো অবমুক্ত করা হয়।

বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক আব্দুল্লাহ আস সাদিক বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লার ডিআইটি মাঠে অভিযান চালিয়ে পাখিগুলো উদ্ধার করা হয়।

পরে সেগুলো বন বিভাগের সঙ্গে সমন্বয় করে অবমুক্ত করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক কিংবা জরিমানা করা হয়নি।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৯
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।