ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

বাংলাদেশ পরিবেশ সাংবাদিক ফোরামের মৌলভীবাজার কমিটি গঠন

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৪ ঘণ্টা, জুন ১৩, ২০২১
বাংলাদেশ পরিবেশ সাংবাদিক ফোরামের মৌলভীবাজার কমিটি গঠন সভাপতি সৈয়দ মহসীন পারভেজ ও সাধারণ সম্পাদক নুরুল মোহাইমীন মিল্টন

মৌলভীবাজার: বাংলাদেশ পরিবেশ সাংবাদিক ফোরামের মৌলভীবাজার জেলা শাখার কমিটি গঠন করা হয়েছে।  

রোববার (১৩ জুন) দুপুরে মৌলভীবাজার শহরে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে কমিটি গঠন ও বিগত বছরের কার্যক্রম নিয়ে আলোচনা হয়।

পরে উপস্থিত সদস্যদের সম্মতিক্রমে (দুই বছর মেয়াদী) নতুন কমিটি গঠন করা হয়।

কমিটিতে সভাপতি করা হয়েছে সৈয়দ মহসীন পারভেজ (এটিএন বাংলা ও এটিএন নিউজ), সহ-সভাপতি এস এম উমেদ আলী (এনটিভি, ইনকিলাব ও পাঁতাকুড়ি), সহ-সভাপতি পান্না দত্ত (ডিবিসি নিউজ), সাধারণ সম্পাদক নুরুল মোহাইমীন মিল্টন (দৈনিক ইত্তেফাক), যুগ্ম-সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন (বাংলানিউজটোয়েন্টিফোর.কম), সাংগঠনিক সম্পাদক মু. ইমাদ উদ দীন (দৈনিক মানবজমিন), কোষাধ্যক্ষ মো. মাহবুবুর রহমান রাহেল (এশিয়ান টিভি ও আমার সংবাদ), প্রচার ও প্রকাশনা সম্পাদক  জয়নাল আবেদীন (দৈনিক ভোরের ডাক ও সবুজ সিলেট)। কমিটির সদস্যরা হলেন- বকশী মিছবাউর রহমান (দীপ্ত টিভি), আহমদ আফরোজ (যমুনা টিভি), আব্দুল আহাদ (দৈনিক দিনকাল) এবং আহমেদ এহসান সুমন (দৈনিক দেশ রূপান্তর)।

কমিটির উপদেষ্টারা হলেন- সৈয়দ হুমায়েদ আলী শাহীন (বাংলাভিশন ও দৈনিক জনকণ্ঠ), অ্যাডভোকেট রাধাপদ দেব সজল (মোহনা টিভি), নজরুল ইসলাম মুহিব (দৈনিক ইত্তেফাক ও নিউনেশন)।
 
বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, জুন ১৩, ২০২১
বিবিবি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।