ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

দলছুট বানরটি মারা গেলো বিদ্যুৎস্পৃষ্ট হয়ে 

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৬ ঘণ্টা, জুলাই ২৪, ২০২১
দলছুট বানরটি মারা গেলো বিদ্যুৎস্পৃষ্ট হয়ে 

মৌলভীবাজার: মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরে একটি দলছুট পুরুষ বানর (Rhesus Macaque) ঘুরে বেড়াতো। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বানরটি মারা গেছে।

শনিবার (২৪ জুলাই) সকালে শ্রীমঙ্গল শহরের মৌলভীবাজার রোডে ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

সকালে বানরটির মৃতদেহ দেখে ভিক্টোরিয়া স্কুলের সহকারী প্রধান শিক্ষক (প্রাথমিক শাখা) রঞ্জিত রায় রণ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানান। পরে সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল মৃত বানরটি উদ্বার করে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কাছে হস্তান্তর করেন।

ঘটনাটি নিশ্চিত করেছেন বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা শহীদুল ইসলাম।

বানরটির বিষয়ে সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব জানান, এটি দলছুট বানর ছিল। সারা শহরে ঘুরে বেড়াতো। আজ বিদ্যুতের তারে জড়িয়ে মারা গেলো।

বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, ২৪ জুলাই, ২০২১
বিবিবি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।