ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

বাগেরহাটে ১০ মণের শাপলাপাতা মাছ দেখতে ভিড়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪০ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২১
বাগেরহাটে ১০ মণের শাপলাপাতা মাছ দেখতে ভিড়

বাগেরহাট: বাগেরহাটে ১০ মণ ওজনের বিশাল একটি “শাপলাপাতা” মাছ পাওয়া গেছে। মাছটি দেখতে ভিড় করেছেন অনেকে।

মঙ্গলবার (২৪ আগস্ট) সকালে বাগেরহাট শহরের কেবি বাজারে জেলেরা মাছটি নিয়ে আসেন বিক্রির জন্য।  

পরে কেবি বাজারের অনুপ কুমার বিশ্বাসের আড়তে উন্মুক্ত ডাকের মাধ্যমে মাছটি বিক্রি করা হয়। মাছ ব্যবসায়ী জাফর ও জাকির সরদার যৌথভাবে ৪৮ হাজার টাকায় মাছটি কেনেন। পরে তারা সেটি বাগেরহাট সদর উপজেলার খানজাহান আলী মাজার মোড় সংলগ্ন হাটে ৩৫০ টাকা কেজি দরে কেটে কেটে বিক্রি করছেন।  

স্থানীয় সূত্র জানায়, পাঁচদিন আগে সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগরে জেলেদের জালে বিশাল মাছটি ধরা পড়ে।

মাজার মোড় সংলগ্ন বাজারে আসা কেরামত আলী বলেন, মাইকে ১০ মণ ওজনের মাছ বিক্রির কথা শুনে বাজারে এসে দুই কেজি কিনেছি। পুরো মাছ দেখতে পারিনি।

অনুপ কুমার বিশ্বাস বলেন, পাথরঘাটার মাছ ব্যবসায়ী মাসুম কোম্পানির জেলেদের জালে মাছটি ধরা পড়ে। সকালে আমার আড়তে ৪৮ হাজার টাকায় মাছটি বিক্রি হয়। এত বড় মাছ খুব কম পাওয়া যায়।

মাছ ব্যবসায়ী জাকির বলেন, শাপলাপাতা মাছ খুবই সুস্বাদু। সাধারণত এক থেকে তিন মণের মাছ প্রায়ই পাওয়া যায়। যেগুলো খুচড়া বাজারে আমরা ২৫০ থেকে ৩০০ টাকা কেজি দরে বিক্রি করি। এটি যেহেতু অনেক বড়, তাই ৩৫০ টাকা কেজি দরে বিক্রি করছি। আসা করি, বিকেল নাগাদ পুরো মাছ বিক্রি হয়ে যাবে।

কেবি বাজার আড়তদার সমিতির সভাপতি আবেদ আলী বলেন, মাঝে মধ্যে জেলেদের জালে বড় মাছ ধরা পড়ে। সকালে বিক্রি হওয়া শাপলাপাতা মাছটির ওজন অন্তত ১০ মণ। এর আগেও ২৭ কেজি ওজনের একটি কৈয়া ভোল মাছ কেবি বাজারে নিয়ে এসেছিলেন জেলেরা। দেড় লক্ষাধিক টাকায় মাছটি বিক্রি হয়েছিল।

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২১
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।