ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

গাজীপুরে সাফারি পার্কে এবার সিংহীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০২২
গাজীপুরে সাফারি পার্কে এবার সিংহীর মৃত্যু ফাইল ফটো

গাজীপুর: গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে অসুস্থ এক সিংহীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে সিংহীটির মৃত্যু হয়।

এটির বয়স হয়েছিল আনুমানিক ১১ বছর।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার দীপংকর এ তথ্য নিশ্চিত করেন।  

গত বুধবার (২ ফেব্রুয়ারি) বিকেলে সিংহীটি অসুস্থ হয়ে পড়ে। পরে সিংহীটিকে চিকিৎসা দেওয়া হয়। এক পর্যায়ে বৃহস্পতিবার দুপুরে সিংহীটির মৃত্যু হয়।  

এর আগে গত ২ থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ১১টি জেব্রা ও একটি বাঘ মারা গেছে। সেই রেশ কাটতে না কাটতেই এবার সিংহী মারা যাওয়ার খবর এলো।

বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০২২
আরএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।