ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

কুয়াকাটা সৈকতে ভেসে এলো জীবিত ডলফিন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২১ ঘণ্টা, মে ২২, ২০২২
কুয়াকাটা সৈকতে ভেসে এলো জীবিত ডলফিন ইরাবতি ডলফিন

পটুয়াখালী: পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এসেছে ৮ ফুট দৈর্ঘ্যের একটি জীবিত ইরাবতি মা ডলফিন।  

রোববার (২২ মে) সকালে সৈকতের তিন নদীর মোহনায় ডলফিনটি দেখতে পায় স্থানীয়রা।

পরে সকাল ১০টার দিকে মারা যায় ডলফিনটি।

ডলফিন রক্ষা কমিটির সদস্যরা জানান, ডলফিনটির শরীরে বেশ কিছু আঘাতের চিহ্ন ছিল। বিশেষ করে পেটের নীচের দিকে বড় আঘাতের চিহ্ন ছিল। সামুদ্রিক এই প্রাণীটি জালে পেঁচানো ছিল। এটি জীবিত অবস্থায় ভেসে এলেও পরে ১০টার দিকে মারা যায়। জলফিনটির পেটে বাচ্চা রয়েছে।

ওয়ার্ল্ডফিসের জীববৈচিত্র্য গবেষক সাগরিকা স্মৃতি জানান, এই প্রথম সৈকতে জীবিত ইরাবতি প্রজাতির মা ডলফিন ভেসে এসেছে। ডলফিনটি ভেসে আসার কারণ অনুসন্ধানে আমরা গবেষণা করছি।  

ডলফিনটি আলীপুর মৎস্য ঘাটে নিয়ে আসা হয়েছে বলে জানান মহিপুর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম।

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, মে ২২, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।