ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

দৌলতদিয়ায় জেলের জালে ২০ কেজির পাঙ্গাস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১০ ঘণ্টা, মে ২৪, ২০২২
দৌলতদিয়ায় জেলের জালে ২০ কেজির পাঙ্গাস ২০ কেজির পাঙ্গাস

রাজবাড়ী: রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পদ্মা নদীতে জেলেদের জালে ২০ কেজি ওজনের একটি পাঙ্গাস মাছ ধরা পড়েছে। মাছটি ১৩০০ টাকা কেজিদরে ২৬ হাজার টাকায় বিক্রি হয়েছে।

মঙ্গলবার (২৪ মে) সকাল ৭টার দিকে দৌলতদিয়ায় পদ্মা-যমুনার মোহনায় স্থানীয় হলদার সালাম প্রামাণিকের জালে ধরা পড়ে মাছটি।

পরে দৌলতদিয়া ফেরিঘাট এলাকার স্থানীয় আড়ৎদার মো. রওশনের আড়তে প্রতিকেজি ১২৫০ টাকা কেজিদরে মোট ২৫ হাজার টাকায় মৎস্য ব্যবসায়ী মো. শাজাহান শেখ পাঙ্গাসটি কিনে নেন। এ সময় স্থানীয় অনেকেই মাছটি দেখতে ভিড় জমায়।

দৌলতদিয়া ফেরিঘাটের শাকিল সোহান মৎস্য আড়তের পরিচালক মাছ ব্যবসায়ী মো. শাজাহান শেখ জানান, প্রতিকেজি ১২৫০ টাকা কেজিদরে মোট ২৫ হাজার টাকায় ২০ কেজির পাঙ্গাসটি কিনে  তিনি ১৩০০ টাকা কেজিদরে ২৬ হাজার টাকায় ঢাকার একজনের কাছে বিক্রি করেছেন। এখন পদ্মা নদীতে পানি বাড়ায় বড় বড় রুই, কাতল, পাঙ্গাস, ইলিশ, বাঘাইড়, বোয়ালসহ অনেক মাছ ধরা পড়ছে।

বাংলাদেশ সময়: ১২০৬ ঘণ্টা, মে ২৪, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।