ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

খেজুর গাছে ৯ ফুটের অজগর!

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৮ ঘণ্টা, জুন ৩, ২০২২
খেজুর গাছে ৯ ফুটের অজগর!

পাথরঘাটা (বরগুনা): বরগুনার পাথরঘাটায় খেজুর গাছ থেকে ৯ ফুট লম্বা একটি অজগর সাপ ধরা পড়েছে।

শুক্রবার (৩ জুন) সকালে উপজেলার সদর পাথরঘাটা ইউনিয়নের বিহঙ্গ দ্বীপ সংলগ্ন রূহিতা গ্রাম থেকে সাপটি ধরা হয়।

জানা গেছে, সকালে রূহিতা গ্রামে লাঠি দিয়ে গাছ থেকে খেজুর পাড়ছিল কয়েকটি শিশু। এ সময় খেজুরের ছড়ায় মোড়ানো একটি সাপ দেখতে পেয়ে শিশুরা চিৎকার দেয়।  স্থানীয়রা বিষয়টি দেখে ভিলেজ টাইগার রেসপন্স টিমকে (ভিটিআরটি) জানান। পরে ভিটিআরটি’র সদস্য মো. জাকির মুন্সি ঘটনাস্থলে এসে গাছটি থেকে ৯ ফুট লম্বা একটি অজগর সাপ ধরে নামান। পরে বেলা ১১টার দিকে বন বিভাগের মাধ্যমে সাপটি হরিণঘাটা পর্যটন কেন্দ্রে অবমুক্ত করা হয়।  

এ সময় উপস্থিত ছিলেন- বন বিভাগের পাথরঘাটা রেঞ্জের আওতাধীন হরিণঘাটা বিট কর্মকর্তা মো. আল-আমিন, প্রকৃতিপ্রেমী সাংবাদিক আরিফুর রহমান, সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকন, টাইগার টিমের সদস্য জাকির মুন্সি প্রমুখ।

হরিণঘাটা বিট কর্মকর্তা মো. আল-আমিন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, জুন ০৩, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।