ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

৩ মুখ ২ মাথার ছাগল ছানার জন্ম!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৭ ঘণ্টা, জুন ১০, ২০২২
৩ মুখ ২ মাথার ছাগল ছানার জন্ম! ৩ মুখ ২ মাথার ছাগল ছানা

নওগাঁ: তিন মুখ ও দুই মাথা নিয়ে নওগাঁয় একটি ছাগল ছানার জন্ম হয়েছে।  

বৃহস্পতিবার (৯ জুন) রাতে জেলা সদর উপজেলার ইকরকুড়ি গ্রামের স্মাগ ডেইরি ও গট খামারে বিদেশি জাতের এ ছাগল ছানার জন্ম হয়।

খামার মালিক শহিদুল ইসলাম বাংলানিউজকে জানান, খামারে ভারতীয় হরিয়ানা ও বারবারি জাতের ছাগল চাষ করেন তিনি। বৃহস্পতিবার রাতে হরিয়ানা জাতের ছাগলের এই বাচ্চাটি জন্ম নেয়। এরপর দেখা যায়, ছানাটির তিনটি মুখ রয়েছে। যার মাথার অংশ দু’ভাগে বিভক্ত। তবে সাভাবিক ছাগলের মতোই দুইটি চোখ, কানসহ অন্যান্য অংঙ্গ ঠিকঠাক আছে।

শহিদুল আরও জানান, জন্মের পর থেকেই ডাক-হাঁক ও খাবার-দাবার সব ঠিকঠাক রয়েছে। তবে তা দেখতে আশপাশের উৎসুক মানুষ ভিড় করছেন।

জেলা প্রাণিসম্পদ বিভাগ বলছে, বিভিন্ন কারণেই এমন ছানার জন্ম হয়। তবে এটির সঠিক কারণ এখনই বলা খুব কঠিন।  

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, জুন ১০, ২০২২
এসআরএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।