ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

কাপ্তাইয়ে লজ্জাবতী বানর উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১০ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২২
কাপ্তাইয়ে লজ্জাবতী বানর উদ্ধার লজ্জাবতী বানর

রাঙামাটি: রাঙামাটির কাপ্তাইয়ে গভীর অরণ্য থেকে বিপন্ন প্রজাতির একটি লজ্জাবতী বানর উদ্ধার করেছে বন বিভাগ।  

বানরটি শনিবার (২২ অক্টোবর) সকালে পাচারকালে কাপ্তাই রেঞ্জের ব্যাঙছড়ি বিটের অরণ্য থেকে উদ্ধার করা হয়।

 

বন বিভাগ জানায়, শনিবার সকালে পাহাড়ি এক শিকারী বানরটিকে ধরে পাচারের উদ্দেশে নিয়ে যাচ্ছিল। সে সময় স্থানীয়দের মাধ্যমে তথ্যে পেয়ে বন বিভাগের কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছালে পাচারকারী ব্যক্তি বানরটি রেখে পালিয়ে যান। এরপর বন বিভাগ কর্তৃপক্ষ বানরটি উদ্ধার করে নিয়ে আসে এবং ওইদিন সন্ধ্যায় কাপ্তাই ন্যাশনাল পার্কে বানরটিকে অবমুক্ত করা হয়।  

কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহমুদুল হক মুরাদ বাংলানিউজকে বলেন, উদ্ধার হওয়া বানরটি ২০১৫ সাল অনুযায়ী রেডলিস্টে থাকা একদম সংকটাপন্ন বিরল প্রজাতির প্রাণী। শনিবার সন্ধ্যার দিকে রাঙামাটির বন সংরক্ষক মো. মিজানুর রহমান ও পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) ছালেহ মো. শোয়ইব খানের দিকনির্দেশনা অনুযায়ী সন্ধ্যার পর কাপ্তাই ন্যাশনাল পার্কে বিপন্ন জাতের বানরটিকে অবমুক্ত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।