ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

নবান্ন উৎসবে মেতে উঠেছে কৃষাণ-কৃষাণী

শাকিল আহমেদ, স্টাফ ফটো করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৯ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২৩
নবান্ন উৎসবে মেতে উঠেছে কৃষাণ-কৃষাণী বাতাসে ধান উড়িয়ে আবর্জনা পরিষ্কার করছেন কয়েকজন কৃষাণী।

ঢাকা: বৈশাখের মাঝামাঝি সময় থেকেই শুরু হয়েছে ধান কাটার মহোৎসব। এমন দৃশ্য মন ভুলানো।

চলছে ধানকাটা ও মাড়াইয়ের ধুম। কৃষক হাজারো স্বপ্ন নিয়ে কাঁচি হাতে ধান কাটার নিয়ে ব্যস্ত সময় পার করছেন। কৃষকের মুখে ধান কাটার গান মনে করিয়ে দেয় নবান্ন উৎসবের কথা।

কৃষকের ঘরে ঘরে নবান্ন উৎসবে জমে উঠেছে। যেদিকে তাকাই সবুজ মাঠ দিগন্ত জুড়ে যেন সোনালী রংয়ের পাকা ধান ভরপুর চারপাশ। মাঠে মাঠে চলছে ধান কাটার মহোৎসব। প্রতিটি কৃষকের উঠানে সোনারাঙ্গা ধানে শোভা পাচ্ছে। ক্ষেত থেকে বাড়ির আঙিনায় নতুন ধান ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছে কৃষাণ-কৃষাণী।

শনিবার (২৯ এপ্রিল) সরেজমিনে, রাজধানীর ডেমরার কোনাপাড়া ও রূপগঞ্জের বিভিন্ন এলাকা ঘুরে ধান কাটা মহোৎসবের চিত্র তুলে ধরেছেন বাংলা নিউজ টুয়েন্টিফোর স্টাফ ফটো করেসপন্ডেন্ট শাকিল আহমেদ।

১. খেতে ধান কেটে ড্রামে পিটিয়ে ধান মাড়াই করছেন কৃষকেরা।

২. খেত থেকে ধান কেটে বাড়ি নিয়ে যাচ্ছেন কৃষক ও শ্রমিকেরা।

৩. এবারের মৌসুমে ভালো ধান পেয়ে খুশি কৃষকেরা।

৪. ক্ষেত থেকে ধান কাটছে কৃষক ও শ্রমিকেরা।

৫. অনেকের বাড়িতে জায়গা না থাকার মূল সড়কের ধান রোদে শুকিয়ে নিয়ে যাচ্ছেন।

৬. প্রচণ্ড রোদে একটু প্রশান্তি পেতে বিছানা চাদর টানিয়ে ছায়ায় বসে বিশ্রাম নিচ্ছেন কয়েকজন কৃষক।

৭. খেতে বসেই ধান সিদ্ধ করছেন কৃষাণী।

বাংলাদেশ সময়: ১১২৯ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।