ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

নেইমারের ফোনের ‘ওয়ালপেপারে’ বিশ্বকাপ ট্রফি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫২ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২২
নেইমারের ফোনের ‘ওয়ালপেপারে’ বিশ্বকাপ ট্রফি

হেক্সা জয়ের মিশনে ব্রাজিলের স্বপ্নসারথি তিনি। তবে প্রথম ম্যাচেই গোড়ালির ইনজুরিতে পড়লে জমে ওঠে অনিশ্চয়তার কালো মেঘ।

কিন্তু সব শঙ্কা কাটিয়ে আজ শেষ ষোলোয় দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে ফিরছেন নেইমার। বিশ্বকাপ জয়ের লক্ষ্যে আরো একবার নতুন করে শুরু করবেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

তিনি কতটা ক্ষুধার্ত তা বুঝা যায় তার ফোনের ওয়ালপেপার দেখলেই। সেখানে বিশ্বকাপ ট্রফির ছবি দিয়ে রেখেছেন তিনি। তার মাথায় বা মনে বিশ্বকাপ ব্যতীত অন্য কিছু নেই।

এই মঞ্চে আগের দুই আসরে খালি হাতেই ফিরতে হয়েছিল নেইমারকে। কিন্তু এবার তিনি দৃঢ় প্রতিজ্ঞ। দুর্দান্ত ফর্মে থেকে পা রেখেছেন কাতারে। কিন্তু সার্বিয়া ম্যাচে সেটির প্রতিফলন ঘটাতে পারেননি। যদিও ৯ বার ফাউলের শিকার হন তিনি।

ইনজুরিতে থেকে সেরে ওঠে গত কয়েকদিন অনুশীলন করেছেন নেইমার।  স্বাভাবিকভাবেই ব্রাজিল আরো শক্তিশালী হয়ে মাঠে নামবে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে।

বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০২২ 
এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।