ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

হারের দায় নিজের কাঁধে নিলেন এনরিকে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৩ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০২২
হারের দায় নিজের কাঁধে নিলেন এনরিকে

স্পেনকে হারিয়ে এবারের বিশ্বকাপের একমাত্র আফ্রিকান দল হিসেবে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠলো মরক্কো। গোলশূন্য ১২০ মিনিট খেলা শেষে টাইব্রেকারে স্পেনকে ৩-০ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠলো আফ্রিকান সিংহরা।

এই ম্যাচে হারের দায় পুরোটাই নিজের কাঁধে নিয়েছেন স্পেনের কোচ লুইস এনরিকে।

ম্যাচের পরে এনরিকে বলেন, ‘আজ ম্যাচে যা ঘটেছে এর পুরো দায় আমার। পুরোটা দোষ আমার। ’ মরোক্কোর কাছে হারের পর আলোচনায় লুইস এনরিকের ভবিষ্যৎ। স্পেনের কোচ হিসেবে তার ভবিষ্যৎ নিয়ে এখনই কোনও সিদ্ধান্ত নেবেননা বলে জানিয়েছেন এনরিকে। আগামীতে এই বিষয়ে সকলকে জানাবেন বলে জানিয়েছেন তিনি।

এনরিকে বলেন, ‘আমি সমর্থকদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। আগামী সপ্তাহে আমি আমার ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেব এবং সকলকে জানিয়ে দিব। ’

বাংলাদেশ সময়: ০১২৮ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০২২
এআর
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।