ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

পদত্যাগ করলেন তিতে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৪ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২২
পদত্যাগ করলেন তিতে

হেক্সার জয়ের স্বপ্নে আরো একবার ধাক্কা খেল ব্রাজিল। কাতারেও তা পূরণ হলো না।

কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারে ১(৪)-১(২) ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে সেলেসাওরা। এই হারের পরপরই পদত্যাগের ঘোষণা দেন কোচ তিতে।

কথার বরখেলাপ করার অভ্যেস তিতের নেই। তাই সংবাদ সম্মেলনে  তিনি বলেন, ‘যন্ত্রণাদায়ক হার, তবে নিজেকে নিয়ে শান্তিতে আছি। চক্রের শেষ হলো দেড় বছর আগেই তা আমি জানিয়ে রেখেছিলাম। যারা আমাকে চেনে তারা জানে, আমি দুই কথার মানুষ নাই। যদি জিততাম তাহলেও থাকার জন্য কোনো নাটক করার ইচ্ছাই আমার নেই। ’

২০১৮ বিশ্বকাপে ব্রাজিলের ডাগআউটে ছিলেন তিতে। কিন্তু সেবারও কোয়ার্টার ফাইনাল থেকেই ছিটকে যেতে হয়। ২০১৬ সালে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের দায়িত্ব নিয়েছিলেন এই ৬১ বছর বয়সি কোচ । ছয় বছরে ৮১ ম্যাচে ৬০ জয়, ১৫ ড্র ও ৬ টি হার দেখেছেন তিনি। বিশ্বকাপ না জিতলেও কোচ হিসেবে কোপা আমেরিকা জয়ের স্বাদ পান তিনি।

বাংলাদেশ সময় ০২২০ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২২

এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।