ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

মেসির দ্বারা প্রভাবিত হয়েছেন রেফারি, দাবি ডাচ তারকার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৯ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২২
মেসির দ্বারা প্রভাবিত হয়েছেন রেফারি, দাবি ডাচ তারকার

রোমাঞ্চকর এক লড়াই হয়েছে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা-নেদারল্যান্ডস ম্যাচে। ২-০ গোলে পিছিয়ে থাকার পর শেষ মুহূর্তে সমতায় ফেরে নেদারল্যান্ডস।

শেষ অবধি টাইব্রেকারে ডাচদের হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে আলবিসেলেস্তেরা। তবে এই ম্যাচে রেফারি বিতর্ক উঠে এসেছে তুঙ্গে।  

ম্যাচে মোট ১৫টি হলুদ কার্ড দেখান রেফারি আন্তনিও ম্যাথিও লাহুজ। ম্যাচশেষে তাকে ‘অযোগ্য’ দাবি করেন লিওনেল মেসি। এবার নেদারল্যান্ডস তারকা ফ্রাঙ্কি ডি জং উল্টো বলছেন, মেসির দ্বারাই নাকি প্রভাবিত হয়েছেন রেফারি।  

তিনি বলেছেন, ‘যখন নির্ধারিত সময়ের খেলা শেষ হয়ে যায়, সব আর্জেন্টাইন ফুটবলাররা তার দিকে তেড়ে আসে। এরপর থেকে সে শুধু আর্জেন্টিনার পক্ষেই বাঁশি বাজিয়েছে। তিম্বারের পায়ে লাথি দেওয়া হয়েছে কিন্তু রেফারি ফাউল দিয়েছে আমাদের বিপক্ষে। ডি ইয়ং একটা স্বাভাবিক হেড জিতেছে, সে বাঁশি বাজিয়েছে। ’

‘আর্জেন্টিনার ফুটবলার আমাদের ডাগআউটের দিকে বল মেরেছে, পাত্তাই দেয়নি। মেসি তার হাত দিয়ে বল ধরেছে, সে কিছুই বলেনি। রেফারি সত্যিই কলঙ্কজনক ছিল। ’

মেসির দ্বারা প্রভাবিত হওয়ার ব্যাপারে ডি ইয়ং বলেন, ‘লাহুজ ভালো মানুষ, ভালো রেফারি। কিন্তু এখানে অন্য কারণ ছিল। আমার মনে হয় অতিরিক্ত সময়ে সে পথ হারিয়ে ফেলেছিল। হতে পারে লিওনেল মেসির গ্রেটনেসের দ্বারা সে প্রভাবিত হয়েছে। এটা আসলে রেফারির দোষ না কিন্তু খেলায় প্রভাব রেখেছে। ’

সমতায় ফেরার পর জিতে যাবেন, এমন ভাবনা নাকি ছিল ডি জংয়ের। স্পেনের পর বিশ্বকাপে সবচেয়ে বেশি তিন পেনাল্টি হারের রেকর্ড এখন নেদারল্যান্ডসের। তবে দ্বিতীয় গোল দেওয়ার পর ডি জংয়ের ভাবনা ছিল এমন, ‘আমি ভেবেছিলাম যে জিতে যাবো। একদিক থেকে এটাও মনে হচ্ছিলো, বিশ্বচ্যাম্পিয়নও হবো আমরা। ’

বাংলাদেশ সময় : ১০৪৬ ঘণ্টা, ১১ ডিসেম্বর, ২০২২
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।