ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

দলে আর্জেন্টিনার সমর্থকদের কথা ‘জানেন না’ ভারতীয় অধিনায়ক

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৬ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২২
দলে আর্জেন্টিনার সমর্থকদের কথা ‘জানেন না’ ভারতীয় অধিনায়ক

চট্টগ্রাম টেস্ট পঞ্চম দিনে গড়িয়েছে ঠিকই- তবে শেষ হয়ে গেছে কেবল ৪৯ মিনিটে। ভারতের কাছে স্বাগতিক বাংলাদেশ হেরেছে ১৮৮ রানের ব্যবধানে।

এখনও প্রায় পুরো দিনই বাকি দুই দিলের ক্রিকেটারদের সামনে। রাত নামলেই শুরু হবে ফুটবল বিশ্বকাপের সময়।

বাংলাদেশ সময় রাত নয়টায় আর্জেন্টিনা-ফ্রান্স মুখোমুখি হবে কাতার বিশ্বকাপের শিরোপা লড়াইয়ে। এই আনন্দে বুঁদ হতে প্রস্তুত পুরো বিশ্ব। বাদ থাকবেন না ভারতীয় ক্রিকেটাররাও। চট্টগ্রামের টেস্টের পর সংবাদ সম্মেলনে এ নিয়ে প্রশ্ন গিয়েছিল লোকেশ রাহুলের কাছে।  

জবাবে তিনি বলেছেন, ‘আমার মনে হয়, আমাদের দলের বেশির ভাগের সমর্থন করা দল এর মধ্যেই বিদায় নিয়েছে। কয়েকজন ছিল ব্রাজিলের ভক্ত, কয়েকজন ইংল্যান্ডের… আর্জেন্টিনা বা ফ্রান্স সমর্থক কারা আছে, ঠিক জানি না। আমরা স্রেফ খেলা দেখব, সবাই মিলে উপভোগ করব। ভালো খাবার থাকবে, মজা করব। ’

‘দীর্ঘদিন পর পাঁচদিনের ম্যাচ খেলা সত্যিই খুব ক্লান্তিকর। আজকে রাতে তাই শুধু রিলাক্সড হয়ে উপভোগ করব বিশ্বকাপের ফাইনাল। আমরা সবাই ফুটবল ভক্ত। গা গরমেও আমরা সবসময় ফুটবল খেলি। নিজেদের রুমেও ফিফা খেলি। ফাইনাল দেখাটা দারুণ হবে। ’

পুরো বিশ্বই আজ দুই দলের সমর্থনে ভাগ হয়ে যাবে। ভারতের ক্রিকেট দলের অবস্থা কেমন হবে? জবাবে রাহুল বলেছেন, ‘হ্যাঁ, কিছুটা বিভক্তি তো থাকবেই। এটা তো খেলা দেখাটাকে আনন্দময় করে তোলে। আশা করি মজাই হবে। ’

বাংলাদেশ সময় :
এমএইচবি/এআর
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।